ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং করে কি সত্যিই টাকা আয় করা যায়?

ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং করে কি সত্যিই টাকা আয় করা যায়?

ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং করে কি সত্যিই টাকা আয় করা যায়? কিভাবে করবো ফ্রিল্যান্সিং? কোন Skill Develope করলে আমি মার্কেটপ্লেসে টিকে থাকতে পারবো?

দাঁড়ান! দাঁড়ান ! আপনার এমন হাজার প্রশ্নের উত্তর আমার অল্প কিছু কথার মধ্যেই শেষ হয়ে যাবে, ধৈর্য ধরে পুরো লেখাটি পড়বেন।

ফ্রিল্যান্সিং কি?

আসলে ফ্রিল্যান্সিং এমন একটি মাধ্যম বা উপায় যার মাধ্যমে আপনারা অনলাইন আয় করতে পারবেন। যারা চাকরি বা জব করে তাদের সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত অফিসে কাজ করতে হয়।

তবে, freelancing করা মানুষরা এই মাধ্যমে কাজ করে স্বনির্ভর (self-employ) হয়ে থাকেন। তাই বলা যায় ফ্রিল্যান্সিং মানে স্বাধীন বা মুক্তপেশা। এটাকে আপনি যদি একটি ব্যবসা বলেন তাহলে কিন্ত ভুল হবে না।

এই প্রক্রিয়ার মাধ্যমে একজন ফ্রীল্যান্সার অনলাইনে বিভিন্ন কাজ খুঁজে নিয়ে
সম্পর্ন নিজের ইচ্ছা স্বাধীন ভাবে কাজ করে থাকেন। যারা এভাবে স্বাধীন হয়ে কাজ করেন তাদেরকে বলা হয় freelancer.

ফ্রিল্যান্সিং করে কি সত্যি টাকা আয় করা যায়?

হ্যাঁ আপনি যদি নিজের অভিজ্ঞতা দক্ষতা ও যোগ্যতার সঠিক প্রমাণ দিতে পারেন তাহলে এই মুক্তমঞ্চে টাকা আয় করা অনেক সহজ আপনার জন্য।

এবার আসি, কিভাবে করবো ফ্রিল্যান্সিং!!!

সর্বপ্রথম লক্ষ্য সঠিকভাবে সেট করুন কোন বিষয় নিয়ে কাজ করতে চান, দ্বিতীয় নম্বরে আপনাকে ভাবতে হবে কাজের টপিক কি হবে সেটা নিয়ে। আপনাকে যেকোনো একটি বিষয়ে কাজ করতে হবে। যেমন- graphic design, content writing, web design, content marketing, video editing, SEO services, video creating, coding সহ আরো অনেক গুলো বিষয় নিয়ে কাজ করতে পারবেন।

আপনি যখন কোনো টপিক বেছে নিবেন তখন অবশ্যই নিচের ৪ টি বিষয়ে দেখে নিবেন। যেমন-

  • আপনি যেটি টপিক হিসাবে নির্ধরণ করবেন সে বিষয়ে অবশ্যই আগে থেকে অভিজ্ঞতা, জ্ঞান, দক্ষতা থাকতে হবে।
  • যে বিষয়ে আপনার নতুন কাজ শিখতে ভালো লাগবে সেই বিষয়ে কাজ করবেন।
  • যে টপিক বা নিশ (niche) টার্গেট করে ফ্রিল্যান্সিং করবেন সেই বিষয়ে মার্কেটপ্লেসে কতটা চাহিদা রয়েছে।
  • এমন বিষয় নিয়ে আপনাকে কাজ করতে হবে যে বিষয়ে আপনার ইচ্ছা (passion) আছে। এতে আপনি সহজে কাজ করতে পারবেন এবং কাজ করে বিরক্তিকর মনে হবে না। তাহলেই আপনার freelancing business সফল হবে।

 

আপনি কোন কোন freelancing platform বা site এ কাজ করবেন?

ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করার পরে আপনি বিভিন্ন অনলাইন freelancing সাইট বা মার্কেটপ্লেস গুলোতে কাজ করতে পারবেন। এই সকল সাইট গুলোতে বিভিন্ন ক্লায়েন্ট (clients) রা বিভিন্ন ধরণের কাজ করানোর জন্য ফ্রিল্যন্সার দের খুঁজে থাকেন।

তাছড়া নতুন ফ্রিল্যন্সাররা কাজ খোঁজার জন্য এই সাইট গুলো ব্যববহার করেন। এখানে হাজার হাজার মানুষরা তাদের কাজ করানোর জন্য দক্ষ এবং বিশ্বাসী freelancer দের খুঁজে থাকেন। চলুন আমরা জেনে আসি ফ্রিল্যান্সিং কাজ করার জন্য কোন কোন সাইট গুলো ব্যবহার করতে পারি:

  • Upwork
  • Fiverr
  • Freelancer
  • Guru
  • People Per Hour এবং আরো অনেক অনলাইন মার্কেটপ্লেস।

একটি বিষয় আমি কোন প্রতিষ্ঠানের কাছে থেকে কখনো ফ্রিল্যান্সিং বিষয়ক কাজ শিখিনি। তবে হ্যাঁ, কয়েকটি ওয়েবসাইট থেকে ভিডিও কোর্স করেছিলাম। যা আমাকে প্রাথমিক ধারনা ছাড়া কিছু শেখাতে পারে নাই। এরপর Nimbus Information technology এর এ আর মানিক ভাইয়ার সাথে পরিচিত হওয়ার পরে এই বিষয়ে আরো পরিষ্কার ধারণা পাই।

সুতরাং, আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান এর জন্য সব থেকে ভালো অপশন হলো আপনি নিজের আগ্রহ বা প্যাশন। আপনার জানার আগ্রহের উপর নির্ভর করবে আপনি কতটুকু শিখতে চান। আপনি যত বেশি বিষয়টাতে জড়িয়ে যাবেন তত বেশি শিখতে পারবেন।

কাজ শেখার পর মার্কেটপ্লেসে টিকে থাকার জন্য অনেক কিছু শিখতে হবে। আপনি যদি না জানেন মার্কেট প্লেসে কিভাবে নিজেকে টিকিয়ে রাখবেন, তাহলে একটা সময় পর আপনি কাজ পেতে পেতে কাজ পাওয়া বন্ধ হয়ে যাবে।

ফ্রিল্যান্সিং পেশায় নিজেকে আপডেট রাখাটা জরুরি। নিজেকে আপডেট রাখার জন্য রেগুলার বই পড়া, ওয়ার্ক রিলেটেড নিউজ দেখা, তথ্য সংগ্রহ করা, ভিডিও দেখা, কাজ রিলেটেড কোর্স ক্রয় করা ইত্যাদি বিষয় গুলোর মাধ্যমে আপনি নিজেকে যত বেশি আপডেট রাখতে পারবেন তত বেশি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *